ইউআরসির সম্ভাবনা (Potentialities)
ইউআরসিগুলো উপজেলা হেড কোয়ার্টারে অবস্থিত।
ইউআরসির কর্মকর্তাগণ পেশাগত যোগ্যতা ও শিক্ষণবিজ্ঞান (পেডাগোজি) জ্ঞান সম্পন্ন।
কর্মকর্তাগণ আইসিটি ইন এডুকেশন সহ প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
প্রশিক্ষণ পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষক রয়েছে।
থানা/উপজেলা পর্যায়ে ইউআরসির প্রশিক্ষণ কক্ষ ও আসবাবপত্র অধিকতর মানসম্মত।
পিটিআই ও ডিপিইও অফিসের সমন্বয় সভায় অংশগ্রহণ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে অন্তর্ভুক্তি।
প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় একাডেমিক বিষয়ে আলোচনা করা।
প্রশিক্ষণ প্রতিফলন শ্রেণিকক্ষে বাস্তবায়ন দেখভাল করার সুযোগ।
উপজেলা পর্যায়ে জাতীয় জনগুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ।
স্থানীয় পর্র্যায়ে উদ্বুদ্ধকরণমূলক কর্মশালা/সেমিনারে অংশগ্রহণ।
জাতীয় শিক্ষা সপ্তাহ সহ জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ।
প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রদর্শন।
বিদ্যালয় পরিদর্শনে সরকারি যানবাহন ব্যবহার।
শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অনুশীলনসহ গবেষণা করার উপযোগী।